রাই অঙ্গে হাত দিয়া নটবর রায়।
ঘুচিল বিরহ দুখ হাসি মুখ চায়।।
দুহুঁ দোঁহার দরশনে আনন্দ হইল।
জটিলা আসিয়া কিছু কহিতে লাগিল,,
জটিলা বলেন শুন নন্দের নন্দন।
তোমার গুণেতে বধূ পাইল চেতন।।
এত শুনি গোবিন্দ বলেন জটিলারে।
নন্দঘরে থাকি আমি গোকুলনগরে।।
যখন তোমার বধূর এমনি হইব।
তখনি বলিহ মোরে ভাল করি যাব।।
এত বলি বনমালী যায় চলি গোঠে।
রায় শেখরের মনে হৈ হৈ উঠে।।