রাই কহে তবে কৃত্তিকার আগে
“এ কি এ দেখিতে দেখি।”
কহেন জননী– “শুন বিনোদিনি,
বাজিকর ওই পেখি।।
কোন দেশ হতে এই পঞ্চ শিশু
এই সে করিবে বাজি।
তোমার পিতার আবেশ হইল
বাজিয়ার দেখিতে বাজি।।
তথির কারণে বাহির দুয়ারে
বসিল তোমার পিতা।
বাজিকর আগে দেখহ চাহিয়া
এমত না দেখি কোথা।।”
রাজা আজ্ঞা দিল গুণী পঞ্চজনে
“কি গুণ জানহ তোরা।
খেলহ আনন্দে মনের কৌতুকে
কেমন বাজির ধারা।।”
“শুন মহারাজ, কি গুণ খেলিব
কহ না উত্তর বাণী।
এই পঞ্চজনে গুণ গুণ ভেদ
অনেক খেলিত জানি।।
অবধান কর বৃকভানু রাজ,
খেলাতে করহ মন।”
চণ্ডীদাস বলে রাজার গোচর
খেলায় সে পঞ্চজন।।