রাই মুখ হেরি নাগর মুরারি
রোদন বেদন পেয়া।
রাধার বেদন হেরিয়ে সঘন
রথের উপরে রয়া।।
“তুরিত করিয়া পুন সে আসিব
ইহাতে নাহিক আন।
তুমি দেহ বাণী মথুরা যাইতে
অখল রমণী-প্রাণ।।”
এ বোল বলিতে বরজ-রমণী
মরমে বিন্ধল শর।
হিয়া ছট্‌ছট্‌ পরাণ-পুথলি
তনু হল জর জর।।
এ বোল শুনিয়া নাগর রসিয়া
বঙ্কিম-নয়ানে চায়।
রথ চালাইয়া তুরিত গমন
অক্রূর লইয়া যায়।।
দেখল সকল গোপিনী-মণ্ডল
মথুরা চলিয়া গেল।
নয়ানে চাহিতে দেখল বকেত
যেনক বাজিল শেল।।
সম্বিত পাইয়া চলে সে ধাইয়া
ও বর-রমণী রাই।
কান্দি কহে কিছু থাকি গোপী-পাছু
দীন চণ্ডীদাস গাই।।