রাই সুনাগরী প্রেমের আগরি
সঙ্কেত পড়িল মনে।
বড়ায়েরে ডাকি কহে চন্দ্রমুখী–
“যাইব মথুরা পানে।।”
আনি গোপীগণ যুথের মিলন
“চল চল যাব বিকে।
দধির পশরা সাজাহ তোমরা
বিলম্ব না সহে মোকে।।”
সব গোপীগণ চলিলা ভবন
সাজিলা পশরা লই।
ঘৃত ছেনা দুধ ঘোল নানাবিধ
ভাণ্ডে সাজাইল দই।।
সোনার গাগরি সাজায়ে দুসারি
ওড়নি বিচিত্র তাতে।
করে অতি শোভা জিনি শশী-আভা
বসন কালিয়া সেতে।।
নানা আভরণ পরে গোপীগণ
পশরা লইয়া মাথে।
চণ্ডীদাস — আসি রাধা মিলে
সব গোপীগণ-সাথে।।