রাখাল বর্ব্বর জাতি অতি বড় চঙ্গ।
কভু নাহি কৈলে তুমি সুজনের সঙ্গ।।
গোয়ালা গোঙার জাতি কৌতুকে বিভোরা।
কমলে খঞ্জন পাখী দেখিয়াছ পারা।।
রাখাল হইয়া পরশিতে চাহ গাও।
হেন বুঝি দেখিয়াছ তক্ষকের পাও।।
নাগরালি ভাঙ্গি যাবে শুনহ কানাই।
তুমি যে করেছ সাধ তাহা হৈবে নাই।।
কালিয়া নহিলে গাও ধরনে না যাইত।
রাখাল নহিলে পাও ভূমে না পড়িত।।
জাত বাঁশের বাঁশী হইলে কতো হইত আর।
পরিয়া কুঁচের মালা গুমান তোমার।।
দ্বিজ পরশুরামে গায় গোবিন্দ ভাবিয়া।
কেমনে ধরিবে চান্দ বামন হইয়া।।