রাধানাথ করুণা করহ আমা।
সাধন ভজন কিছু না করিলুঁ
ব্রজে বা না পাই তোমা।।
রাধানাথ করুণা করহ চিতে।
রহি রহি মোর সংশয় হইছে
ভাবিতে হইলুঁ ভীতে।।
রাধানাথ সময় হইল শেষ।
তব দয়া মোরে নিচয় হইবে
কিছু না দেখিয়ে লেশ।।
রাধানাথ তোমায় সোঁপিত কায়।
রমণী যদি বা কুপথে চলয়ে
পতি নামে সে বিকায়।।
রাধানাথ লোকে বা হাসয়ে তোমা।
যে কহে তোমার তারে না তরাইলে
অযশ রবে ঘোষণা।।
রাধানাথ এড়াইতে নারিবে তুমি।
তুয়া পদে মোর রতি না থাকুক
সভে জানে তোমার আমি।।
রাধানাথ এ কথার করিবা কি।
পতিত পাবন তুয়া এক নাম
সাধু মুখে শুনিয়াছি।।
রাধানাথ অতয়ে কর‍্যাছি আশ।
ব্রজে তোমা দোহাঁ পদে দাসী কর
গৌরসুন্দর দাস।।