রাধামাধব নাচত হোরি আনন্দে।
ডম্ফ অরুণ করে তরল তাল ধরে
বাওত কতহিঁ প্রবন্ধে।। ধ্রু।।
থো দ্রিমি দ্রিমিধো তথৈ তথৈ তৎ
তা থো থো বোল মৃদঙ্গ।
কন কন কন ধনি বীণ-নাদ শুনি
স্বরমণ্ডলস্বরে মুরছে অনঙ্গ।।
চঞ্চল চরণ খঞ্জনগতি ভঙ্গিম
ঝননন মঞ্জীর বোলে।
ঝম ঝম ঝুমরি ঝুমরি ঝুমরা কোই
বাওয়ে ডম্ফ উতরোলে।।
অরুণ মেঘের কাছে অরুণ চন্দ্র নাচে
নখতর অরুণ আকাশে।
অরুণ কোকিল গায় অরুণ ময়ূর ধায়
ইহ শিবরাম রস ভাষে।।