রাধামুখশশি হেরইতে আকুল
ভৈ গেল নন্দকিশোর।
নিজ কূল ধরম করম সব কিছুরল
বিছুরল ছান্দন ডোর।।
হরি হরি ইহ কিয়ে ভেলহি রঙ্গ।।
বিছুরল কানু শৃঙ্গ বেত্র বেণু
বিছুরল অগ্রজসঙ্গ।।
বিছুরল শ্রীদাম সুবল মধুমঙ্গল
বিছুরল যুদ্ধক যণ্ড।
মন মাহা মদন মহোদধি উছলল
বিছুরল দোহনভাণ্ড।।
হেরইতে ভাবিনি সো রূপ লাবণি
তনু মন কর অনুবন্ধে।
খড়িক সমীপ সুধামুখি মীলল
রায়শেখর পড়ু ধন্দে।।