রাধার চরিত দেখি সেই সখী
চলিলা রাধার কাছে।
সুধামুখী ধনী হয়েছে মানিনী
অতি কোপ মনে আছে।।
কহে এক সখী “শুনহে বচন
যদি বা মানেতে রাধা।
* * * * * *
* * * * ।।
তবে কিবা সুখ উঠে কত দুঃখ
সে ধনি তেজিয়া কিবা।
চল মোরা যাব রাধা মানাইব
করিয়া তাহার সেবা।।”
দুই চারি সখী রাই পাশে গিয়া
কহিতে লাগিল তায়।
“কেন অভিমান কিসের কারণ
এ দুখী হয়্যাছ কায়।।
শ্যাম সুনাগরে এ দেহ সঁপেছি
তার কিছু নাহি ভয়।
সে জন-বচনে অভিমান কেন
এ তোর উচিত নয়।।”
“শ্যাম-পরসঙ্গ না কহ আরতি
তোমরা তুরিতে গিয়া।
শ্যাম-সোহাগিনী যতেক গোপিনী
তোমরা সেবহ গিয়া।।
আমি না যাইব শ্যাম-সাধ গেল
কি বাসে রহল তোরা।”
চণ্ডীদাস দেখি মনের বিপথ
ধাইয়া চলিল ত্বরা।।