রাধার ধিয়ানে কানাই কাননে
বসিয়া মধুর মুখে।
লইয়া মুরলী ডাকে রাধা বলি
কানন ভরিল সুখে।।
বাঁশী শুনি সুমধুর ধ্বনি।
ধায় গজগতি গোকুল যুবতি
ভেটিতে নাগর মণি।।
বসন ভূষণ সব আন আন
উলট করিয়া পরে ।
কর আভরণে পরিল চরণে
চরণ নূপুর করে।।
নয়ন অঞ্জন কুণ্ডল শ্রবণ
এক এক বিপরীত।
রাধাদাস বলে গোপীরে পাইলে
করিল মুরলী গীত।।