রাধা কহে–“শুন শ্যাম সুনাগর,
কহিতে বাসি যে লাজ।
এক নিবেদন আছে রাঙ্গা পায়ে
অধিক আছয়ে কাজ।।”
কহেন চতুর নাগর-শেখর
“কহ কহ ধনী রাধা।
যাহাই বলিবে তাহাই করিব
ইহা না করিব বাধা।।”
হাসি বিনোদিনী কহে আধবাণী
“শুনিতে আছয়ে সাধ।
তোমার চূড়াটি মোরে বাঁধি দেহ
করহ বাঁশীর নাদ।।
চূড়া বাঁশী দেহ মুরলি শিখাহ
এই মোর মনে হয়।
সাধ আছে মনে যদি পূর কামে
হেন মোর মনে লয়।।”
হাসিয়া নাগর রসিয়া কহিলা
চাহিয়া রাধার পানে।
“হের এস, ধনী, কুলের রমণী
শিখাব বাঁশীর গানে।।”
নাগর বসিলা তরুর তলাতে
বনাইতে রাধার চূড়া।
চণ্ডীদাস বলে– অপরূপ দেখি
নাগরী আগরি বাড়া।।