“রাধা বিনে আর আন নাহি ভায়
দেখি সে রাধার রূপ।
আনন্দ-লহরী উঠে কত বেরি
অমিয়া-রসের কূপ।।
তোমার বদন অতি সুশোভন
মদন মোহিত জানি।
দেখিয়া জুয়ায় চপল পরাণ
সফল করিয়ামানি।।
তোমা হেন ধনে থোব কোন খানে
শুনহ সুন্দরী রাই।
নিশি দিশি তোমা ধিয়াই অন্তরে
আন কিছু মনে নাই।।
শয়নে নিশিতে ঘুমাই যখন
স্বপনে তোমারে দেখি।
নিদ্রা হয় ভঙ্গ তোমা না দেখিয়া
তখনি মেলি এ আঁখি।।
চাহিতে তখন স্বপন আপন
ইহাত কখন নয়।
তখনি উঠিয়া বিরলে বসিয়া
অধিক ঘোষণা হয়।।”
চণ্ডীদাসে কহে– “ঐছন পীরিতি
জগত পূরিত ভেল।
দোঁহার পীরিতি আরতি শুনিতে
সবে আনন্দিত ভেল।।”