রাধা মাধব নিকুঞ্জু বনে। ধু
ব্রহ্মা জারে স্তুতি করে চারি বআনে। হেন হরি নারাঅন দেখিবা নআনে।।
পুষ্প চন্দন লৈআ গুপী সব ধাএ। মেলি মেলি মারে পুষ্প গুবিন্দের গাএ।।
পুষ্প চন্দনের ঘাএ জর্জরিত হরি। মাধবিলতার তলে লুকাএ মুরারি।।
মাধবিলতার তলে নন্দসুত রৈলা। শ্রীকৃষ্ণ বুলিয়া গুপী কান্দিতে লাগিলা।।
মীর ফএজোল্লা কহে অপরূপ লিলা। শ্যামরূপ দরশনে দরবহে শিলা।।