রাম কানাই আসিঞা কালিন্দীতীরে রে।
বসন রাখিঞা ঝাঁপিঞা ঝাঁপিঞা
কালিন্দীর জলে গিরে রে।।
উঠি উঠি পুন পড়ই সঘন
কলরব করি হাসে রে।
হুলাহুলি দিঞা সাঁতার বাহিঞা
কালিন্দীর জলে ভাসে রে।।
পরশ পাইঞা উলসিত হঞা
যমুনা উজান ধরে রে।
অখিলের পতি পাঞা পুণ্যবতী
ভাসিল আনন্দনীরে রে।।
তটে ধেণুগণ আনন্দে মগন
দেখিঞা খেলার বিধি রে।
দীনবন্ধু বলে কত পুণ্যফলে
যমুনা হইল নদী রে।।