রূপ কলা গুণ সুব সম্পূরণ
ঐছন কানু বর নাহ।
আছিল আমার চিতে তুয়া সঞে মিলাইতে
ভালে ভেল বিহি নিরবাহ।।
সখি হে কাহে তুহুঁ মানসি লাজে।
বিহিপরসাদে সাধ সব পূরল
বুঝল মো অপরূপ কাজে।।
যাকর কাহিনি ছাড়ি তুহুঁ আন দিন
আন না শূনসি কানে।
বচন রচন করি সব উলটায়সি
আজু দেখি আন সন্ধানে।।
সব আন চীত রীতি তুয়া অন্তর
বয়ন ঝাঁপসি এক হাতে।
জ্ঞানদাস কহ বচন আন নহ
কো পাতিয়ায়ব ইথে।।