রূপ দেখিলে এমন হবে জানিব কেমনে।
এত কি সহিতে পারে অবলা পরাণে।।
দ্বিগুণ দহয়ে তনু মুরলীর স্বরে।
কুলিন সাপিনী যেন গরল উগরে।।
আর তাহে তাপ দিল পাপ ননদিনী।
ব্যাধের মন্দিরে যেন কম্পিত হরিণী।।
নিরবধি প্রাণ মোর শ্যামঅনুরাগী।
যে মোরে ছাড়িতে বলে হবে বধের ভাগি।।
জ্ঞান কহে সেই কহ সেই সে করিব।
শ্যামবন্ধুর লাগি পরাণ হারাইব।।