রূপ হেরি লোচন তিরপিত ভেল।
গুণ শুনি শ্রবণ সফল ভৈ গেল।
মনক মনোরথ মনমথ দেল।
চন্দনচাঁদে চিত হরি নেল।।
এ সখি এ সখি আজুক রঙ্গ।
শুধই সুধায় সিঁচিত ভেল অঙ্গ।।
আরতি গুরুয়া পিরীতি নহ থোর।
লাখ মুখে কহিতে না পাইয়ে ওর।।
পরশে অবশ তনু বেশ নিরঝম্প।
ঘামল সব তনু উপজল কম্প।।।
সরস সম্ভাষণ হাস পরিপাটী।
তাম্বূল অধরে অধরে নেই বাঁটি।।
করি কত ভাতি কয়ল কত রঙ্গ।
জ্ঞান কহে দুহুঁ তনু আধ আধ অঙ্গ।।