ললিতা কহয়ে –“শুন হে হরি।
দেখে শুনে আর রহিতে নারি।
শুন শুন ওহে রসিকরাজ।
এই কি তোমার উচিত কাজ।।
উচিত কহিতে কাহার ডর।
কিবা সে আপন কিবা সে পর।।
শিশুকাল হতে স্বভাব চুরি।
সে কি পারে রহিতে ধৈর্য্য ধরি।।
এক ঘরে যদি না পোষে তায় ।
ঘরে ঘরে ফিরে পায় কি না পায়।।
সোনা লোহা তামা পিতল কি বাছে ।
চোরের কি কখন নিবৃত্তি আছে।।”
এ রস দ্বিজ চণ্ডীদাস কয়।
চোরের কখন মন শুদ্ধ নয়।।