ললিতা চতুর মতি কন বংশীধারী প্রতি
তুমি নিজে কোতয়াল হৈয়া।
নিজে রাখ নারিবারে রাজ অগ্রে প্রচার করে
এ কথা কহিছ লাজ খাইয়া।।
মাগো মোরা মরি যাব এই লাজে।
রাজার অখ্যাতি হবে সঙ্গীগণ দোষ পাবে
হেন জন রাখিলে এ কাজে।।
কহিছেন বনোয়ারী রাজ-প্রিয়গণ চুরি
যদি করে রাজ বিদ্যমানে।
কোটাল হইতে তার কি হইতে পারে আর
রাজ অগ্রে নিবেদন বিনে।।
শুনি রাধারাণী কন সখিসব এ কেমন
করিলেক কেবা এই কাজে।
শুষ্ক বাঁশ এক পাব হরিলে কি হবে লাভ
সকলে ফেলালে মহা লাজে।।
কিশোরীর কথা শুনি কহে সব সখী বাণী
মোরা সব কিছু নাহি জানি।
যাহারে সন্দেহ করে কোটাল ধরিয়া তারে
দেখুক আপন রত্নখানি।।