ললিতা সখী হসিত মুখী
কহয়ে নায়্যার ঠাঞি।
বোল না কেনে তোমার মেনে
কতেক বেতন চাই।।
আমরা হইয়ে রাজার ঝিয়ারী
যদি মরিযাদা পাই।
ঝাড়িলে হাথ হবে কৃতার্থ
কিসের কাতর রাই।।
কহয়ে নেয়্যে বুঝাহ রাইয়ে
কথা কহেন একবার।
পার করি দিব বেতন না লব
এই সে কহিল সার।।
শুনি নায়্যার কথা কহিছে ললিতা
তোমার নাহিক বোধ।
উহার চরণে তোমার পরাণে
দিলে কি পাইবে শোধ।।
রাজার ঝিয়ারী আয়ানের নারী
রাধিকা যাহার নাম।
ঘাটী মাঝি সনে কহিবে কেমনে
তাহার কি ঐছন কাম।।
নায়্যা তোমার সাহস বড়।
বাঙন হইয়া চাঁদ ধরিবারে
কেমনে সাহস কর।।ধ্রু।।
একটি বোলের মূল কর যদি
ভুবনে সে ধন নাই।
না কর না কর পারে নাহি যাব
বিলাব দীনের ঠাঞি।।
এ বোল শুনিয়া করে কল কল
রাইবিনোদিনী হিয়া।
মাধব কহয়ে খেয়ারীর মন
তুষিব বচন দিয়া।।