লোচন অঞ্চলে চিত চোরায়লি
রূপে চোরায়ল আঁখি।
যৌবন তরঙ্গে সঙ্গে মন গেল
পরশ রহিল সাথী।।
সই কিনা সে নাগর কালা।
মরম জানিল ধরম কহিল
জাতি কুল শীল গেলা।।ধ্রু।।
চকিত চাহনি গীম দোলায়নি
হাসনি ভাষনি লীলা।
ও অঙ্গ পরশে পবন হরষে
বরষে পরশ-শিলা।।
একে সে আকার রসের বিহার
আরে আভরণ সাজে।
জ্ঞানদাস কহে ওরূপ দেখিলে
কে করে কাল বিয়াজে।।