লোচন লোর ওর নাহি ঢরকই
ধারা পদতলে গেল।
জলসঞে আধ উয়ল কিয়ে জলরুহ
মঝু মনে ঐছন ভেল।।
মাধব ! কি কহব সো পরসঙ্গ।
সহচরী মেলি কোরে করি রোয়ই
হেরি অবশ প্রতি অঙ্গ।।ধ্রু।।
উচ কুচ উপরে রহই মুখমণ্ডল
সো এক অপরূপ ভাঁতি।
জনু কনয়া গিরি-শিখরে শশধর
প্রাতর ধূসর কাঁতি।।
বীজন পবনে বিথরে অলকাবলী
বিচলহুঁ পুন পুন বেরি।
বিকচ কমল সঞে নব অলিকুল-কিয়ে
উছলই কোরক হেরি।।
ঐছে দশাপর যাকর কলেবর
হেরইতে ঐছন ভান।
কহ ঘনশ্যাম দাস তহি কৈছন
তোহারি মিলন নাহি জান।।