শশিমুখী তেজি সরল দিঠি ভঙ্গিম
ইবে ভেল বঙ্কিম দীঠ।
মতি গতি চঞ্চল হসই মনোহর
বচন সুধা সম মীঠ।।
সজনি কাহা ধনি শীখল রঙ্গ।
কুচযুগ দরশি হরষি পুন আদরে
ঘন ঘন ঝাঁপই অঙ্গ।।
সহচরি করে ধরি কৈতবে ছল করি
পূছই রতিরস ভাতি।
মনসিজ সাধে আধে পুন হাসই
মদন মদালসে মাতি।।
তিলে কত বেরি খসই নিবিবন্ধন
বিগলিত কুন্তলপাশ।
দীনবন্ধু ভণ নিরখি নাহ মন
মনমথ জেন পরকাশ।।