শারদ নির্ম্মল চাঁদ ঝলমল
উজোর রুচির শশী।
মালতী মল্লিকা বিকচ কলিকা
ভ্রমর ঝঙ্করে বসি ।।
কানু রাধার বদন চান্দে।
চাহি চান্দ পানে বেড়িল মদনে
পড়িল বিরহ ফান্দে।।
শারী শুক জোড়ে বসিয়া রা কাড়ে
কপোত কুহরে ডালে।
কোকিলের নাদে বাড়য়ে বিষাদে
মৃগ জোড়ে জোড়ে খেলে।।
পবন সুগন্ধ বহে মন্দ মন্দ
শীতল সলিল সনে।
কহে রাধাদাসে নাগরী বিলাসে
নাগর ভাবয়ে মনে।।