শাশুড়ী সরসে হরষ হইয়া
ভবনে বসিয়া বালা।
সুরস পক্বান্ন করল রচনা
পূরল সোনার থালা।।
ঢাকিয়া বসনে রাখিয়া গোপনে
সিনান করিতে যায়।
দাসীগণ সঙ্গে নানা রসরঙ্গে
সিনান করল তায়।।
বেশের মন্দিরে পশিলা সত্বরে
করিলা মোহন বেশ।
উঠিয়া অট্টালী চৌদিকে নেহারি
দিবস হইল শেষ।।
তুলসী ডাকিয়া গোপন করিয়া
দেওল লাডুর থালা।
অগুরু চন্দন আর গুয়া পাণ
সুগন্ধি ফুলের মালা।
শেখর সরসি শিখায় তুলসী
ধরিয়া তাহার হাত।
ধনিষ্ঠা মিলিয়া আসিহ চলিয়া
বুঝিয়া সঙ্কেত বাত।।