শুনিয়া কানুর কটু কাতর কামিনী।
নিঃশ্বসিয়া হেটঁমুখে লিখয়ে ধরণী।।
ছল ছল নয়নে কহয়ে ধিরি ধিরি।
পরাণ হরিল আগে ওরূপ মাধুরী।।
পুন মুরলীর নাদে আনিল টানিয়া।
এখন ধরম পথ কহ বুঝাইয়া।।
পতিকুল সতী অতি জীবন যৌবনে।
ব্রজবধূ সঁপিয়াছে ও রাঙ্গা চরণে।।
নারীবধ পাতকে তোমার নাহি ভয়।
পূতনা বালক কালে বধ মহাশয়।।
গোপিনী বধিলে তব পূরিবেক সাধে।
বিষ মিশাইলে কেন মুরলীর নাদে।।
যে হউ সে হউ গোপী তোমার চরণে।
রাধাদাস কহে নিল অভয় শরণে।।