শুনি কাকবানি কহে বিনোদিনি–
“হরি কি আঅব ঘরে।
এ ঘর হইতে ওঘর বৈঠল
বুঝিনু কাজের ছলে।।
মাথুর তেজিয়া সে বিনোদিয়া
আসিব বলিতে উড়ে ।
কাক-কলরব আহার বাটিল
ওষ্ঠ হৈতে খসি পড়ে।।
সুভাসুভ দেখি শুনহ যুবতি
মাধব আয়ব গেহা।
পুন সুভদিন দেখি তার চিন
আজু সে বুঝল নেহা।।”
দেখিয়া আনন্দ হইল রাধার
কানাই আসিব ঘর।
তুরিতে আয়ব রসিক নাগর
মনেতে জানিল সার।।
এ সব বচন করিল রচন
দুই চারি সখি মেলি।
চণ্ডীদাস বলে– নিকটে মিলব
মনেতে জানিল ভালি।।