শুনি বরনাগর সব গুণে আগোর
সুতনু বিষম শর জ্বালা।
মুখ বিধু ঝামর তপত শ্বাস ঝর
ধূসর ভেল বনমালা।।
অনুপম প্রেমকো দামা।
গিরিধর বান্ধল যাহে মহাবল
আনল যাঁহা কুল রামা।।
তাহা যাই পেখল কুসুম তলপ তল
সুতলি অতিক্ষীণ দেহা।
জলধরে বিছুরল পড়ু ধরণীতল
জনু দামিনী রুচি রেহা।।
সহচরী কত কত করত যতন শত
শশিমুখী চেতন লাগি।
যব পিয় পরিমল অন্তরে পৈঠল
উঠি বৈঠলি তব জাগি।।
যব ধনী ভুজ ভরি হৃদয়ে ধরল হরি
মুখে মুখ রহল লাগাই।
দুহু তনু প্রফুল্লিত আনন্দ অতুলিত
পুন মুরছিত ভেল রাই।।
বর তনু আনন পরশি শ্যাম ঘন
যব অধরামৃত বর্ষে।
কহে হরিবল্লভ দোহুকো নয়ন জলে
পুলক শস্য ভেল হর্ষে।।