শুন গো মরম সখি কালিয়া কমল আঁখি
কিবা কৈল কিছুই না জানি।
কেমন করয়ে মন সব লাগে উচাটন
প্রেম করি খোয়ালুঁ পরাণি।।
শুনিয়া দেখিলুঁ কালা দেখিয়া হইলুঁ ভোলা
নিবাইতে নাহি পাই পানী।
অগুরু চন্দন আনি দেহেতে লেপিনু ছানি
না নিবায় হিয়ার আগুনি।।
বসিয়া থাকিয়ে যবে আসিয়া উঠায় তবে
লইয়া যায় যমুনার তীর।
কি কহিতে কি না করি সদাই ঝুরিয়া মরি
তিলেক নাহিক রহি থির।।
শাশুড়ী ননদী মোর সদাই বাসয়ে চোর
গৃহপতি ফিরিয়া না চায়।
এ বীর হাম্বীর চিত শ্রীনিবাস অনুগত
মজি গেলা কালাচাঁদের পায়।।