শুন শুন আজুক কৌতুক কাজ।
মীলল যব হাম নাগর রাজ।।
চন্দ্রাবলী নিজ সহচরি মেলি।
আওল কানু সঞে করইতে কেলি।।
তৈখনে দুর সঞে হেরলুঁ হাম।
যূথহি যূথ কয়ল এক ঠাম।।
ভদ্রাদিক আসি মীলল মোয়।
বহুতর ফাগু উড়ায়ল সোয়।।
ফাগু রজে সকল করলুঁ আন্ধিয়ার।
নারি পুরুষ কোই লখই না পার।।
ঐছনে কানুক মাঝহি ঘেরি।
আনলুঁ নিধুবনে সো নাহি হেরি।।
তাহাঁ যাই সবহুঁ হোই এক ঠাম।
পিয়া সঞে খেলি পুরায়লুঁ কাম।।
সো সব কি কহব পুছ সখি পাশ।
গোবর্দ্ধন কহ পুরল আশ।।