শুন শুন নিরদয় কান।
তুহুঁ অতি হৃদয় পাষাণ।।
খোয়ল কুলমরিযাদে।
সো ধনি বিরহবিষাদে।।
জীবন তনু ছিল শেষ।
সোই রহত অব লেশ।।
তাকর নাহিক আশ।
অতয়ে আয়লুঁ তুয়া পাশ।।
খেনে মুরছিত খেনে হাস।
খেনে তহি গদগদ ভাষ।।
উঠিতে শকতি নাহি তার।
জীবন মানয়ে ভার।।
চৌদিশ-চাঁদ সমান।
মলিনতা ধরল বয়ান।।
ভূতলে শূতলি তায়।
সহচরি করু কি উপায়।।
জ্ঞানদাস কহ রোয়।
তিরি-বধ লাগব তোয়।।