শুন শুন সুন্দরি রাধে।
কানু সঙে প্রেম করসি কাহে বাদে।।
অনুখন যো জন তুয়া গুণে ভোর।
তুহুঁ কৈছে তেজলি তাকর কোর।।
নিশি দিশি বয়নে না বোলই আন।
আনজনবচনে না পাতয়ে কান।।
যছু লাগি তেজলি গুরুজনআশ।
কাহে লাগি তুহুঁ তাহে ভেলি উদাস।।
ঐছন সুপুরুখ কথিহুঁ না দেখি।
আপন দিব তোহে হরি না উপেখি।।
এ সব বচনে যদি রাখহ মান।
না জানিয়ে কৈছে কঠিন তুয়া প্রাণ।।
জ্ঞানদাস কহ হিত উপদেশ।
ঐছন নায়ক না কর আবেশ।।