শুন সখি বুঝল বচন তোহারি।
নন্দমন্দিরে গেলি সঙ্কেত ছোরি।।
অতএ সে নাগর করহুঁ মান।
মোরি বচনে সখি করু অবধান।।ধ্রু।।
চল তুহুঁ লে চলুঁ সঙ্কেত ঠাম।
নাগর পূরব মনোরথ কাম।।
মান তেজব হরি ইথে নাহি বাধ।
তুহুঁ ধনি ছোড়হ নিজ মরিযাদ।।
দাস হরেকৃষ্ণ অব রস জান ।
অহেতু কানু করল তোহে মান।।