শ্যামে সম্ভাষিতে যান বিনোদিনী রাধা।
নীল বসনে মুখ ঝাঁপিয়াছে আধা।।
পিঠেতে পাটের থোপা নামিয়াছে ঝুরি।।
লবঙ্গ মালতী মালে গুঞ্জরে ভ্রমরী।।
নাসার বেশর দোলে মুকুতা হিলোলে।
অধরে মধুর হাসি আধ আধ বোলে।।
রঙ্গিম নয়নে কিবা কাজরের রেখা।
জলদে বিজুরি যেন চাঁদে দিছে দেখা।।
শ্যাম কোলে মিলায়ল রসের মঞ্জরী ।
জ্ঞানদাসে মাগে রাঙ্গা চরণ মাধুরী।।