শ্যাম অঙ্গে বংশী রব হে অমিয়া তরঙ্গ। শুতিছি বন্ধুর সঙ্গে জড়িয়ে অঙ্গে অঙ্গে।
আহীর বালক মিলি করন্ত যে রাস কেলি কদম্ব হেলানে রহু ললিত ত্রিভঙ্গ।। ধু
মিশ্রিত ভৈরব নাদ শুনিয়া মালব জাত নানা স্বরে শব্দ পূরে শ্রীমন্ত মোহন।
শুনিয়া বসন্ত তান কাষ্ঠ শিলা দ্রবমান মল্লার মিশ্রিত আশাবরী শুভগান।।
মন্দ মন্দ বহে ঔর সোহি ধ্বনি সুমধুর নটবর রায় ভালা কেদার বাজাএ।
বড়ারি সুস্বর পূরি তাহে পট মঞ্জরী সিন্ধুরা সুনাদে পশুপক্ষী মোহ পাএ।
ধানশী সুমঙ্গলা মায়ুরী মিলিছে ভালা ভাটিয়ালে শুনি অতি ভুজঙ্গম খেলাএ।
করুণ বাঁশীর স্বরে কেহ মরে কেহ জীএ শুনি হীন আলাওলে গড়াগড়ি যাএ।।