শ্যাম এই আছিল তোর মনেতে। ত’কেনে প্রেম কৈলা গোপতে।। ধু
জাতি কুল মান গেল শ্যামের পিরীতে। তোর পিরীতে কলঙ্কিনী হৈলুম জগতে।।
যে খণে গেলা বৃন্দাবনে ধেনু চরাইতে। বংশীর স্বরে প্রেম বাণ হান্যাছ মোর বুকেতে।।
বিরহিণী একাকিনী থাকি ব্রজেতে। কারে ভাবে ভুল্যাছ মোরে নাই গো তোমার মনেতে।
কাঙ্গালিনী কৈলা মোরে ব্রজ কুলেতে । গোপাল জাতির এমনি ধারা দয়া নাই তোর মনেতে।।
শ্রীকমরালী কহে প্যারী ভাব্য না মনেতে। সেই ভোমরা মাখন-চোরা আইসব মধু পানেতে।।