শ্যাম কহে “শুন, রাই বিনোদিনি,
তুলিয়া বদন চাহ।
হরস বদন যাই নিরখিয়া ,
আমারে বিদায় দেহ।।”
এ বোল শুনিয়া বৃকভানুসুতা
শোকেতে আকুল অঙ্গ।
“আর কি এমন হইব সুদিন
করিব রসের রঙ্গ।”
গদ গদ বোলে প্রেমে ছল ছলে
কহে বিনোদিনী রাধে।
“কি আর বলিব তোমার চরণে
বিধাতা লাগিল বাদে।।
পলকে প্রলয় না হেরিলে নয়
কি বলিব মুখে বাণী।
বলহ আমারে কি বোল বলিব
কহিতে নাহিক জানি।।
তোমা হেন ধন অমূল্য রতন
সদাই বেড়িয়া থাকি।
তাহে যেতে চাহ– নিঠুর বচন
শুনহ কমলআঁখি।।”
তুরিতে গমন করিলা তখন
শ্যাম সুনাগর রায়।
ঐছন পিরিতি– করে গতাগতি–
দীন চণ্ডীদাসে গায়।।