শ্যাম কি কৈর্বে তোর পিরীতে। পারলি না মোর মর্জি ধরাইতে।। ধু
হাসি হাসি প্রেম করিলা আসি ব্রজেতে। লাল্‌ছি দি যৌবন লুটিআ রৈলা মধুপুরতে।
পুরুষের কপট মায়া না পারি বুঝিতে। ফাঁকি দিআ গেল মোরে চন্দ্রাবলীর কুঞ্জেতে।।
নারীর মরম তুমি না পার রাখিতে । প্রেম পসরা লুট্যা চোরা আর আইসে না ব্রজেতে।।
রাখাল জাতির এমনি ধারা বুঝিলাম চরিতে। হৃদে তোমার কালী কপট মিছা মায়া মুখেতে।।
শ্রীকমরালী কহে ভাব্যা চাহ মনেতে । পর কভু আপনা নয় মিছা পিরীতে।।