শ্যাম পরসঙ্গ বড়াই সহিতে
কহিয়ে চলিয়া যায়।
সব গোপীগণ হাসিতে হাসিতে
গমন করিছে তায়।।
কোন সখী বলে– “নিকটে মথুরা
উপার চাহিয়া দেখ।
মেঘের বরণ দেখিয়া সঘন
ক্ষণেক এ পারে থাক।।
বড় অদভুত দেখি যে বেকত
মেঘ নামে আচম্বিতে ।
কি হেতু ইহার বুঝিতে না পারি
ভাবনা হইল চিতে।।”
তাহাতে বড়াই কহিছে –“ওথায়
মেঘের বরণ কেহ ।
গোকুল-নন্দের নন্দন রয়েছে
তাহার বরণ দেহ।।”
বড়াই বচন শুনি গোপীগণ
হরষ বদনে চায়।
চণ্ডীদাসে বলে — বিনোদিনী রাধে
আনন্দে ভাসল তায়।।