শ্যাম পানে চাহিয়া কি কৈলাম।
দিবস রজনি আন নাহি জানি
ভাবিতে ভাবিতে মৈলাম।।
সে বড় নাগর গুণের সাগর
নাগর কালিয়ে সোনা।
নয়ন ঈঙ্গিতে বচন ভঙ্গিতে
ভাঙ্গল ধৈরজ পনা।।
ক্ষেণে ক্ষেণে মন করে উচাটন
বিষম শ্যামের বেড়া।
কী জানি কী ক্ষেনে চাহিলাম তা পানে
ছাড়িলে না যায় ছাড়া।।
কী আর ধরমে যে ছিল করমে
তোরে সে মরম কহি।
রায় শেখরের বচন ভরসা
তেঞি সে এতেক সহি।।