শ্যাম বিনে আঁধার আমার হৈয়াছে বৃন্দাবন। দূতী গো কোথায় গেল মদন-মোহন ।।ধু
মথুরাতে রৈল হরি পাইয়া গোপিনীগণ। ছাড়ি গেল প্রাণনাথ আর আইসেনা বৃন্দাবন।।
বৃন্দাবনে বাঁশীর রব শুনি না শ্রবণে। বাক্যরূপ শ্যামের আর দেখিনা চান্দবদন ।।
শ্রীকমর আলী কহে প্যারী ভাব না এখন । তরুমূলে নদীর কূলে ঐ দেখ বংশীবদন।।