শ্যাম বিনে বাঁচে না আর অবলার প্রাণ। আর আইসে না কালাচান্দ।। ধু
নিত্য নিত্য বাজাই বাঁশী হর‍্যাছে অবলার প্রাণ। পিরীত করি ছাড়্যা গেল সে বড় নিঠুর শ্যাম।।
বংশীবদন মদনমোহন কোথাএ রৈল মোর কালাচান্দ। কুলের বধুএ আকুল কৈল ধৈরয ন মানে প্রাণ।।
শ্রীকমরআলী কহে প্যারী না করিয় অভিমান। আসিব তোর কালাচান্দ পূরাবে তোর মনস্কাম।।