শ্রীদাম সুদাম আর বলরাম
সুবল চলিয়া গেলা।
ইঙ্গিত জানিয়া সুবল বুঝিলা
পাতিতে দানের ছলা।।
কদম্ব-কাননে চলিলা সঘনে
ধেনুগণ নিয়োজিয়া।
মথুরার পথে চলে যদুনাথে
রাজপথখানি বেয়া।।
দুসারি কদম্ব- তরুর মাঝারে
বসিলা রসিক রায়।
মধুর মুরলী পূরিলা তখনি
আন ছলে কিছু গায়।।
নটবর বেশ নাগর-শেখর
দানছলে আছে বসি।
ক্ষণেক ক্ষণেক রাই পথ চায়া
পূরত মোহন বাঁশী।।
চণ্ডীদাস কহে — “তুরিত গমন
কর রসময়ী রাধে।
তোমার কারণে বসি বিনোদিয়া
গোষ্ঠ-রসের সাধে।।”