সই দেখিয়া গৌরাঙ্গ চাঁদে।
হইনু পাগলী, আকুলি ব্যাকুলি,
পড়িনু পীরিতি ফাঁদে।।
সই গৌর যদি হৈত পাখী।
করিয়া যত্‌ করিতু পালন,
হিয়া-পিঞ্জিরায় রাখি।।
সই গৌর যদি হৈত ফুল।
পরিতাম তবে, খোপার উপরে,
দুলিত কানেতে দুল।।
সই গৌর যদি হৈত মোতি।
হার যে করিত্‌ গলায় পরিতু,
শোভা যে হৈত অতি।।
সই গৌর যদি হৈত কাল।
অঞ্জন করিয়া, রঞ্জিতাম আঁখি,
শোভা যে হইত ভাল।।
সই গৌর যদি হৈত মধু।
জ্ঞানদাস কহ্‌ আস্বাদ করিয়া,
মজিত কূলের বধূ।।