সই পিরিতি পিয়া সে জানে।
যে দেখি যে শুনি চিতে অনুমানি
নিছনি দিয়ে পরাণে।।ধ্রু।।
মো যদি সিনাঙ আগিলা ঘাটে
পিছিলা ঘাটে সে নায়।
মোর অঙ্গজল পরশ লাগিয়া
বাহু পসারিয়া ধায়।।
বসনে বসন লাগিবে বলিয়া
একই রজকে দেয়।
মোর নামের আধা আখর পাইলে
হরিষ হইয়া নেয়।।
ছায়ায় ছায়ায় লাগিবার লাগি
ফিরয়ে কতেক পাকে।
আমার অঙ্গের বাতাস যে দিগে
সে মুখে সে দিন থাকে।।
মনের আকূতি বেকত করিতে
কত না সন্ধান জানে।
পায়ের সেবক এ রায়শেখর
কিছু বুঝে অনুমানে।।