সই বোলম মুই জীব না রে কানু আনিয়া দে।
কালার ভাবে চিত্ত ব্যাকুল আকুল করিছে।। ধু
চিড়া নহে কলা নহে দধি মাখি খাইতুম।
ঝলক দাপন নহে নয়ান ভরি চাইতুম।।
কাম সিন্দুর নহে তুলিয়া দিতুম শষে।
বন্ধুর ভাবে চিত্ত ব্যাকুল অঙ্গ ছাইছে বিষে।।
চান্দ বাঁকা কানু বাঁকা ঐ কদম তটে। চম্পার কলিকার ফুল প্রতি ঘটে ঘটে।।
কহে সৈয়দ সুলতান শুন গুণিগণ । ধড়ের ভিতর মুদ্রা করিছে রোসন।।