সকালে সিনানে চলিলা গোরী।
সখিগণ সঞে আনন্দে ভোরি।।
সুগন্ধি তৈল হলদি লইয়া।
কোন সখি আগে চলিল ধাইয়া।।
কেহত বসন ভূষণ নিলা।
রাইরে বেড়িয়া সভে চলিলা।।
দূর সঞে হেরি নাগররাজ।
তুরিতে আওল ধেনুসমাজ।।
রাইরূপ হেরি বিভোর হইয়া।
দোহনের ছান্দ পড়ে আউলাঞা।।
কহয়ে শেখর রসিকরাজ।
ভুলল গোধন দোহন কাজ।।