সখা হে তোহে কহু আজুক ভাখি।
সিনানক বেরি যৈছে হাম পেখলুঁ
কি কহব নহ-মুখ লাখি।।
যমুনা কিনারে সোই রামা।
সিনায়ত গোরি হাম রহু থোরি দূুর
কটাক্ষে নেহায়ত হামা।।
হেরইতে মঝু জীউ তুল ঢুঁরণে গেও
মুরতি রহত তহি ঠারি
তিরি জগ ভরখি উপমা পাইনয়
পুন জীউ মুরতে সঞ্চারি।
তৈখনে দেখলুঁ মো সমাধল সিনান
চলব করত অনুমানি।
অপরশ বিরহ সহই নাহি পারই
আগহু তরঙ্গিত পাণী।।
তনু সঞে মিলি গেয় সজল নীলাম্বর
বিন্দু বিন্দু ঝরু বারি।
রোয়ত শাটি মোহে ধনী তেজব
পহিরব আনহি শাড়ী।।
তাকর দুখ দেখি মঝু আঁখি দোন
রোই চলি গেয় তছু সঙ্গে।
আপক দুখ মীটব যব পেখব
কহ কবিরঞ্জন রঙ্গে।।