সখিগণ সমুখহি কাতরে কানু যব
সুবিনয় করলহিঁ দীঠে।
তব তছু অভিমত করইতে কোই সখি
গোপত অলখিতে হও তিরোধান।
সুন্দরি অলখিতে হও তিরোধান।
গিরিবর কুঞ্জ- কুটিরে অতি গোপতে
যাই রাখহ নিজ মান।।ধ্রু।।
ইহ অতি চপল- চরিত গিরিধর
কিয়ে জানি করু বিপরীতে।
শুনি উহ সুবচন ভীতহিঁ জনু জন
রাই করল সোই নীতে।।
বুঝি পুন নাগর সব গুণ আগর
অলখিতে তহিঁ উপনীত।
রাধামোহন দেখি সুনাগরি
আনন্দে নিমগন-চীত।।