সখি কহিও তাহার পাশে।
যাহারে ছুঁইলে সিনান করিয়ে
সে মোরে দেখিলে হাসে।।
কার শিরে হাত দিয়া।
কদম্ব তলাতে কি কথা কহিলে
যমুনার জল ছুঁইয়া।।
মোর – বৃন্দাবন আছে সাখী।
যদি মনে লয় আর এক আছে
কপোত নামেতে পাখী।।
বোল নিঠুরের আগে।
যাহার লাগিয়ে যে জন মরয়ে
সে বধ কাহারে লাগে।।
বড়ু চণ্ডীদাসে ভণে।
যাহার লাগিয়ে যে জন কাঁদয়ে
সে তারে পাসরে কেনে।।